

মো, এলাহ মালয়েশিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় মালয়েশিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরস্থ মসজিদ আল-বুখারীতে বাদ মাগরিব নফল নামাজ আদায় এবং বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়।
নামাজ শেষে মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, সকল অসুস্থ নেতাকর্মী এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়া শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব তালহা মাহমুদ, সহ-সভাপতি জনাব আব্দুল জলিল লিটন, সহ-সভাপতি ড. এস এম রহমান তনু সহ আরও অনেকে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি জনাব আলী খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জনাব শামসুল আলম হেলাল শিকদার, সহ-সভাপতি জনাব সোহেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক জনাব তারেক সালাম, সহ সাংগঠনিক সম্পাদক জনাব আল ইমরান, দপ্তর সম্পাদক জনাব মোশাররফ হোসেন (হৃদয়), প্রচার সম্পাদক জনাব মারুফ এলাহী, সহ আন্তর্জাতিক সম্পাদক মো. আখতারুজ্জামান এবং নির্বাহী সদস্য পলাশ তালুকদার।
এছাড়া স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখার সভাপতি জনাব এম এম মোজাম্মেল হক প্রধান, সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জনাব আখতার গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, মালয়েশিয়া শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব আবুল বাশার, বুকিত বিন্তাং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসল্লীবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ; তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলসহ সবার সহযোগিতা প্রয়োজন। তাঁরা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় প্রবাসী বিএনপি নেতাকর্মীরা সর্বদা একযোগে দোয়া করে যাচ্ছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD