প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
বেলকুচিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনরুদ্ধার, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনরায় বরাদ্দ এবং কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৫ মে) বিকেলে বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আইনজীবী মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর মুহতারাম অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা আইনের শাসনের মাধ্যমে আমাদের সাংগঠনিক অধিকার ও রাজনৈতিক স্বীকৃতি ফিরে পেতে চাই।"
তিনি আরও বলেন, "ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (রহ.) ছিলেন ইসলামী রাজনীতির এক প্রাজ্ঞ পথিকৃৎ। তাঁর জীবনাদর্শ ও ত্যাগ আমাদের চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে।"
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত, দলের নিবন্ধন ফিরে পাওয়া এবং নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাও. শাহীনূর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীসমাজ, ওলামায়ে কেরাম এবং ছাত্র-যুবনেতারা।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD