ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় পালিয়ে এসেছে শিশুসহ ৪০ রোহিঙ্গা নারী পুরুষ। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করেছে পুলিশ।'
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসব রোহিঙ্গাকে আটক করে থানায় আনা হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ জন নারী, ১৩ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। তাদের যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তাদেরকে আবারো ভাসানচরে ফেরত পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সোমবার দুপুরে ভাটিয়ারী সাগর উপকূলে শিশুসহ রোহিঙ্গাদের চারটি ইঞ্জিনচালিত বোট থেকে নামতে দেখেন তারা। এ সময় তাদের আটক করলে তারা নোয়াখালীর ভাসান চর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যেতে পালিয়ে এসেছেন বলে জানান। পরে তাদের বিষয়টি থানায় জানানো হলে তাদের আটক করে পুলিশ।'
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD