সুমি নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার প্রধান আসামী মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলার সদর থানাধীন বাঘেরবাজার স্কুল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নান্দাইল উপজেলার সংগ্রামকেলী গ্রামের আলমগীর হোসেন (৩৩) গত ২৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী মাসুদ রানার ডাকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার মা আনোয়ারা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর ২৭ সেপ্টেম্বর বিকেলে স্থানীয়রা সংগ্রামকেলী নতুনবাজার এলাকার একটি কলাগাছের ঝোপে মাটিচাপা দেওয়া অবস্থায় আলমগীরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, আলমগীর হোসেন বিদেশ থেকে ফিরে কৃষিকাজ করতেন এবং এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করতেন। এতে ক্ষুব্ধ হয়ে মাসুদ রানা ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পনা করে তাকে হত্যা করে লাশ গুম করে।
গ্রেফতারের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে মাসুদ রানা স্বেচ্ছায় ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।