মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, কোম্পানির একটি আভিযানিক দল ২৮ মে বুধবার . সন্ধ্যা অনুমান ১৮:৩৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর দক্ষিন টানপাড়া সাকিনস্থ “এভারেস্ট রাগ প্রোডাকশন লিঃ” এর মেইন গেইটের পূর্বপার্শ্বে ময়মনসিংহ টু নেত্রকোনাগামী পাকা রাস্তার রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ১। মোঃ আবু বক্কর সিদ্দিক (২৫), পিতা- সিরাজুল ইসলাম, সাং-শিবগঞ্জ গাড়াজান, ২। মোঃ নুরুল ইসলাম (২০), পিতা- মাওলানা মোঃ শামছুল হুদা, সাং-নাওগাও, ৩। মোঃ মোস্তাফিজুর রহমান (২৪), পিতা- মুন্তাজ আলী, সাং-রাংগামাটিয়া, সর্ব থানা-ফুলবাড়ীয়া,জেলা-ময়মনসিংহদের‘কে ১৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD