

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া ঐতিহাসিক ধরমপুর খেলার মাঠে ১৭অক্টোবর ২০২৫ ইং শুক্রবারবিকাল ৩.০০ ঘটিকায় মাটিডালী স্কুল এন্ড কলেজ, বগুড়া। ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ২য় সেমিফাইনালে অনুষ্ঠিত হয়।
আজকের খেলায় যে ২টি দলঅংশগ্রহণ করেন তারা হলেন,এসএসসি ব্যাচ ২০১৮ এবং এসএসসি ব্যাচ ২০২৪।
খেলা উদ্বোধন করেন মোঃ সাদ্দাম হোসেন রনি
সাদ্দাম বাউটি চুড়িঘর, মোকারম হোসেন খানমার্কেট, বগুড়া।
প্রধান অতিথি মোঃ আউয়াল হোসেন
স্বত্তাধিকারী, কিয়া জুয়েলার্স, গোল্ডেন মার্কেট, মেরিনা রোড, বগুড়া। বরেণ্য অতিথি মোঃ মিজানুর রহমান (পিয়াস) মদিনা হলমার্ক ল্যাব এন্ড চেইন সেন্টার, মোকারম হোসেন খান মার্কেট, বগুড়া।
আমন্ত্রিত অতিথি মোঃ তুষার সরদার, যুবনেতা, গোকুল ইউনিয়ন, বগুড়া।সভাপতিত্ব করেন মোঃ খায়রুল ইসলাম আবীল খামারবাড়ী, মাটিডালী, বগুড়া।
বিশেষ অতিথি মোঃ আজিম হোসেন, ক্রীড়া সম্পাদক, বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়ন, বগুড়া। মোঃ ওয়াকিল হাসান (রাসেল), বিশিষ্ট সমাজসেবক, মাটিডালী, বগুড়া।
মোঃ আব্দুল আলিম, আলিম ছিলাঘর, মোকারম হোসেন খান মার্কেট, বগুড়া।মোঃ ওমর ফারুক, প্রবাসী, মাটিডালী, বগুড়া।মোঃ সাগর সরকার, ব্যবসায়ী।
খেলায় অংশগ্রহণ করেন সকল প্রাক্তন শিক্ষার্থীরা
সাবিক সহযোগিতায় করেন মাটিডালী স্কুল এন্ড কলেজ, বগুড়
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD