মোঃ এলাহী মালয়েশিয়া
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন এক বাংলাদেশি নাগরিক, যিনি বন্ধুর কাছ থেকে ধার নিয়ে গাড়িটি চালাচ্ছিলেন।শুক্রবার সকালে জালান ইপোহ থেকে বুলতান কেপং অভিমুখে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভিয়েতনামি নারী চালকের গাড়িকে ধাক্কা দেয় এবং এরপর একটি ফুটপাত অতিক্রম করে এক পথচারীকে চাপা দেয়। প্রচণ্ড ধাক্কায় পথচারীটি সেতুর নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।প্রাথমিক তদন্তে জানা যায়, ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক তার এক বন্ধুর গাড়ি চালাচ্ছিলেন। তিনি নিজে গাড়ির মালিক নন এবং তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।পুলিশ ইতোমধ্যেই চালককে গ্রেপ্তার করেছে এবং তাঁর বিরুদ্ধে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের আওতায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসীদের যানবাহন চালনার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, যার ব্যত্যয়ে গুরুতর শাস্তির বিধান আছে। বাংলাদেশি চালকের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন ও অবৈধভাবে গাড়ি চালনার অভিযোগ আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তদন্ত কর্মকর্তারা।মৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তার পরিচয় শনাক্তে স্থানীয় পুলিশ কাজ করছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD