

মোঃ এলাহী মালয়েশিয়া
মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের মেডিকেল পরীক্ষা ও পর্যবেক্ষণ সংস্থা (ফোমেমা)-এর স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে জাল নথি সরবরাহকারী একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে ইমিগ্রেশন বিভাগ (জিম)।রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত বিশেষ অভিযানে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি আলাদা বাসভবনে অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে এবং তাদের মধ্যে দুজনকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।তিনি বলেন, ’সিন্ডিকেটটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে প্রতি নথি ১৫০ থেকে ২৫০ রিঙ্গিতে জাল পাসপোর্ট সরবরাহ করছিল।অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও পাসপোর্ট কভার, ১১টি মোবাইল ফোন, নগদ ২১০০ রিঙ্গিত, স্বচ্ছ আঠালো কাগজ, বিভিন্ন রঙের কালি, কাগজ কাটার, একটি পেরোডুয়া আরুজ গাড়ি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) ধারণ করছিলেন, একজনের কাছে ছিল স্টুডেন্ট পাস, আরেকজন সম্পূর্ণভাবে অবৈধভাবে অবস্থান করছিলেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(i) ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। মহাপরিচালক জাকারিয়া আরও বলেন, ‘দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নথি জালিয়াতি বা আইনের ব্যত্যয়কারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়ভাবে আইন প্রয়োগ অব্যাহত থাকবে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD