

মোঃ এলাহী মালয়েশিয়া
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর। এবং এইদিনে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া এ বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। শনিবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
এসময় মালয়েশিয়ার প্রটোকল প্রধান হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা দ্বিপাক্ষিক ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন ।শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রদান ও জাতীয় পরিচয় পত্র ( স্মার্টকার্ড) বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইআইইউএম-এর মূখ্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি (আমির আকরাম শফি) এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা সভায় বক্তব্য রাখেন।
মতবিনিময় এর উদ্বোধনী পর্বে প্রফেসর ড. আমীর আকরামিন সাফি (আমির আকরামিন শাফি) তার বক্তৃতায় বাংলাদেশী শিক্ষার্থীদের ভূয়সী প্রসংশা করেন। তিনি শিক্ষা উন্নয়ন এবং গবেষণায় বাংলাদেশ হাইকমিশনের সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, কাউন্সিলর (রাজনৈতিক) এবং চ্যান্সেরির প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসেন উপস্থিত ছিলেন।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD