মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ায় সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে সাবাহ বিনিয়োগ ও বাণিজ্য এক্সপো ২০২৫ (সাইট ২০২৫)শীর্ষক মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। সাবাহ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (এসআইসিসি) -এ ২৬-২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআই)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৩ টায় মেলার অনানুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া । উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন এর এবং হাইকমিশন এর উদ্যোগে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান “প্রাণ” এর বুথ পরিদর্শন করেন।
বাংলাদেশ এর বুথে অতিথিবৃন্দকে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এসময় তিনি বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানান। ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া এই মেলায় অংশগ্রহণ এর জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান 'প্রাণ' এর বিভিন্ন পণ্যসামগ্রীসহ বাংলাদেশের বিভিন্ন রপ্তানিপণ্যের প্রশংসা করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে এবং 'প্রাণ' এর প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণ এর জন্য সম্মাননা সনদ প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম আয়োজককারী প্রতিষ্ঠান ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজ (এফএসআই) এর প্রেসিডেন্ট নাটালি ফুং ((নাটালি ফাং)সহ রাজ্যসরকারের সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশন এর কাউন্সেলর (কনস্যুলার) জনাব মো: মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) জনাব প্রণব কুমার ঘোষ, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো: তানজিম হোসেন এবং 'প্রাণ' এর প্রতিনিধিবৃন্দ আবু বকর সিদ্দিক ( হেড অফ সেলস), মো: পারবেজ হিরা ( হেড অফ সেলস), সাকিব রাফি ( মার্কেটি এক্সিকিউটিভ) ও মুরুগান মার্ক ( বিজনেস ডেভেলপমেন্ট সাবাহ)।
মেলার দ্বিতীয় দিন ২৭ সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজ (এফএসআই) এর প্রেসিডেন্ট নাটালি ফুং সদ্য স্যাবেক প্রেসিডেন্ট দাতুক রিচার্ড লিম সহ ফেডারেশন এর অন্যান্য প্রতিনিধিদের সাথে সভা করেন এবং সাবাহ অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতার অনুরোধ জানান। এছাড়াও তিনি ফেডারেশনকে নিকট ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানালে তারা এ বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে,সাবাহ বিনিয়োগ ও বাণিজ্য এক্সপো ২০২৫ (সাইট ২০২৫) মেলায় বিভিন্ন ধরণের খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস সামগ্রী, প্লাস্টিকপণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য 'বাংলাদেশ প্যাভিলিয়নে' প্রদর্শন করা হচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার সাবাহ রাজ্যসহ পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে বলে আশা করা যায়।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD