মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া কাহালু মালঞ্চায় হুইল বরশি দিয়ে মাছ মারার সময় ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক রাহুলকে কুপিয়ে হত্যা
বগুড়া কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে রাহুল সরকার (৩০) নামে ব্যক্তি সন্ত্রাসীদের কুপিয়ে হত্যা করেছে।
নিহত রাহুল সরকার, পিতা মৃত সোবহান সরকার, কৈগাড়ী পাড়া (সিও অফিস), শাজাহানপুর, বগুড়া। একদল সন্ত্রাসী চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। রাহুল সরকার বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে প্রাথমিকভাবে জানা যায়।
আজ মঙ্গলবার রাহুল তার, লিজকৃত পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরার সময় একদল সন্ত্রাসী বাহিনী তাকে ধাওয়া করে। প্রাণ রাহুল পুকুরের নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয়ের নেওয়ার জন্য প্রবেশ করলেও, সন্ত্রাসীরা ওই বাড়ির মধ্যেই তাকে কুপিয়ে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাহুল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ওই বাড়ীর কর্তা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়ীর এক বয়স্ক মহিলার চিৎকার শুনে দৌড়ে আসলেও সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। উক্ত বয়স্ক মহিলা সন্ত্রাসীদেরকে কাউকে চিনতে পারেনি বলে জানান।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD