মোঃ ইয়াছিন পালোয়ানঃ
১৩ জুন শুক্রবার বিকাল ৪টায় ফরিদগঞ্জের রামদাসের বাঘ আরাধনা একাডেমি মাঠে রামদাসেরবাগ যুবসমাজের উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলা শুরু থেকেই খুব জমে উঠেছে। দুই দলই খেলায় ভালো পারফরম্যান্স দেখালেও অবিবাহিত দল ৩-০ গোলের ব্যবধানে জয় লাভ করে।
অবিবাহিত দলের অধিনায়ক টিটু হোসেন বলেন, এধরনের আয়োজন আমরা বিভিন্ন উৎসবেই করে থাকি। এটা আমাদের আনন্দের পাশাপাশি এলাকার তরুনদের বন্ধন দৃঢ় করে।
বিবাহিত দলের অধিনায়ক সজিব জানান, আমরা হেরে গেছি তবে এই খেলায় জয় পরাজয় উপেক্ষা করে একটি ভালো সময় কাটিয়েছি আমরা।
খেলা দেখতে মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রিয়াপ্রেমী দর্শকবৃন্দ খেলাটি উপভোগ করেন।
এই ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। খেলাশেষে উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD