ঢাকা আজ বৃহস্পতিবার , ১ মে ২০২৫ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ মে ২০২৫: জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজধানী ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা করেছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে রাষ্ট্রের অবহেলা ও অবজ্ঞার তীব্র সমালোচনা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএমএসএফ-এর সাবেক সভাপতি মুসা মোরশেদ এবং প্রধান বক্তা ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “রাষ্ট্রযন্ত্র সবসময় সাংবাদিকদের সঙ্গে তামাশা করে। সরকারেরা সাংবাদিকদের সামনে শুধু মুলা ঝুলিয়ে গেছে। সাত বছর ধরে তালিকা প্রণয়নের কথা বলে কিছুই করেনি।”

তিনি আরও বলেন, “দেশে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশসহ অগণিত সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও সাংবাদিকদের জন্য রাষ্ট্র এখনো ‘গণমাধ্যম সপ্তাহ’ স্বীকৃতি দেয়নি, যা লজ্জাজনক।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ও জেলা শাখার প্রতিনিধিরা। বক্তারা বলেন, সাংবাদিকরা যখন নিজেদের ন্যায্য অধিকার আদায়ে মাঠে নামতে বাধ্য হন, তখন তা রাষ্ট্রের জন্যই দুঃখজনক।

২০১৭ সাল থেকে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে বিএমএসএফ। এবছর ৯ম বারের মতো সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-ব্যানার-ফেস্টুন টানানো, লিফলেট বিতরণ, শোভাযাত্রা, প্রীতি ফুটবল ম্যাচ, প্রশিক্ষণ কর্মশালা, মিট দ্য প্রেস, আন্তঃযোগাযোগ কার্যক্রম এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ।

 

 

 

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত