

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদত আলী (৫০) নামে এক সিএনজি চালকের পচনধরা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদত আলী ওই এলাকার চৌকিদার শাজাহান ওরফে জাম্মুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদত আলী দীর্ঘদিন ধরে একাই ওই বাড়িতে বসবাস করতেন। গত শনিবার (১৮ অক্টোবর) সর্বশেষ তাকে নিজ ঘরে প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার বিকেলে তার ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে পচনধরা মৃতদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহাদত আলীর মৃত্যু তিন দিন আগেই হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD