শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় সেউজগাড়ী পালপাড়া সার্বজননীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোলায়মান আলী, ৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার অধ্যক্ষ মোঃ এরশাদুল বারী এরশাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সেউজগাড়ী পালপাড়া সার্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার দেবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।