ঢাকা আজ বুধবার , ১৪ মে ২০২৫ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৪, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা কোর্সকে স্নাতক স্বীকৃতি দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে এ অবস্থান করেন তারা। এ সময় চারদিকের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় পুরো রাজধানীতে এর প্রভাব পড়ে। বিশেষ করে রাজধানীর ধানমন্ডি, ফার্মগেট সড়ক, পল্টন ও মতিঝিল অচল হয়ে পড়ে। যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। গুরুত্বপূর্ণ পিজি হাসপাতালে চিকিৎসা সেবাপ্রার্থীরা দুর্ভোগে পড়েন। অবরোধের কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি হয়।

এর আগে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেলের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এক পর্যায়ে মিছিল সহকারে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। দুপুর দেড়টার দিকে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড বসিয়ে বাঁধা দেয়। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে অগ্রসর হয়ে শাহবাগ চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। সড়কে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। অনেকে সড়কে বসে পড়েন। কেউ কেউ শুয়ে পড়েন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন আন্দোলনকারীদের অনেকে।

এদিকে একই সময়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের জন্যে ডিএমপির তেজগাঁও বিভাগ থেকে ফোর্স নেওয়া হয়। তেজগাঁও বিভাগের ডিসির নেতৃত্বে পুলিশের বিপুল সংখ্যক সদস্য শাহবাগ মোড়ে অবস্থান নেয়। প্রস্তুত রাখা হয় জলকামানও রায়টকার।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না করতে। এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত। সবাই আরো একটু সংযত ও সহনশীল আচরণ করবে বলে আমরা প্রত্যাশা করছি। কম বল প্রয়োগে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন

যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি, তলিয়ে গেছে বাদামের খেত: লোকশানে কৃষক

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

র‌্যাব-১২ এর অভিযানে শেরপুরে পাচারের আগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনা, প্রাণ গেছে ৫৮৮ জনের

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ