রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর জেলার সহ-সভাপতি শাহিনুর ইসলাম মুক্তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ জুন) রাতে জেলা শহরের এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শাহিনুর ইসলাম মুক্তা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ ছাত্র ও জনতার ওপর হামলায় সক্রিয় ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। এ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”
ওসি আরও জানান, শাহিনুর ইসলাম মুক্তাকে রোববার আদালতে পাঠানো হবে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD