নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে এবারও মক্কা-মদিনায় পবিত্র হজে অংশগ্রহণকারীদের যাত্রা শুরু হয়েছে সফলভাবে। চলতি বছর এখন পর্যন্ত ৫৯ হাজার ১০১ জন হজযাত্রী সউদী আরব পৌঁছেছেন। সরকার ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৫৩টি ফ্লাইটে হজ যাত্রীরা পবিত্র ভূমিতে গিয়েছেন। ৮৬ হাজারের বেশি ভিসা ইস্যু হওয়ায় এবারের হজ যাত্রা শতভাগ সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটগুলো এ কার্যক্রম পরিচালনা করছে।
রোববার (২৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সউদীতে পৌঁছানো হজযাত্রীদের তথ্য অনুসারে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৫১৮ জন এখনো সেখানে রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৯টি, সউদী এয়ারলাইন্স ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর ৯ জন হজযাত্রী যাত্রাকালে মারা গেছেন, যার মধ্যে একজন নারী ও আটজন পুরুষ। এছাড়া সউদী সরকারি হাসপাতালে ৭৪ জন চিকিৎসাধীন ও বর্তমানে ২৬ জন ভর্তি আছেন। গত ২৯ এপ্রিল থেকে যাত্রা শুরু হয়ে ৩১ মে পর্যন্ত শেষ ফ্লাইট চলবে। সরকারি ব্যবস্থায় ৫২০০ জন এবং বেসরকারিতে ৮১৯০০ জন হজে অংশগ্রহণ করবেন।
হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন, সউদী আরবে চাঁদ দেখা সাপেক্ষে। এবারের হজ কার্যক্রমে ৭০টি হজ এজেন্সি অংশগ্রহণ করছে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই। এভাবে পবিত্র হজ যাত্রা সফলভাবে সম্পন্ন হচ্ছে, যা ধর্মীয় দায়িত্ব পালনে বাংলাদেশের মুসলমানদের জন্য গর্বের বিষয়। সবাই যেন শান্তি ও সুস্থতায় এই পবিত্র তীর্থে পৌঁছে ফিরে আসে, সেই কামনা রইল।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD