মোঃ শাহজালাল ফারুক- নারায়ণগঞ্জ শহর হতে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত সড়ক ও মহাসড়ক গুলোতে ব্যাটারি চালিত অটো রিকশা ও ইজি বাইকের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৬.২০ মিনিটের দিকে সাইনবোর্ড-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বিজিবি ক্যাম্প এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারি চালিত অটো রিকশা ও গার্মেন্টসের কাপড় বোঝাই অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো ভ্যানের চালক সহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে পাঠান।
দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই পুরো সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। অফিস শেষে বাসায় ফেরা সাধারণ যাত্রী থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক ও বাসগুলো দীর্ঘ সময় ধরে আটকে পড়ে। এতে ভোগান্তির শিকার হন হাজারো মানুষ।এ সময় বিজিবি ক্যাম্পের সদস্যরা রাস্তায় এসে দ্রুত যানজট নেরেশানে জন্য কাজ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় প্রতিনিয়তই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ব্যাটারি চালিত অটো রিকশা ও ভ্যানগুলো চলাচলের জন্য রাস্তার দুই পাশ দিয়ে সার্ভিস লেন থাকা সত্ত্বেও কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অটো রিক্সা ও ভ্যানচালকরা বাস,ট্রক, সিএনজি,মাইক্রো ও প্রাইভেট কারের মতো দ্রুত গতির পরিবহনের জন্য নির্মিত রাস্তার মাঝখান দিয়েই তাদের গাড়িগুলো চালানো শুরু করেন।রাস্তায় চলাচলকারী সচেতন ব্যক্তিরা মনে করছেন অপ্রশিক্ষিত এ সকল অটো চালক দের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা ও যানজটের হার আরও বাড়বে। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD