অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও আকাশপথে ব্যাপক পালটা হামলা চালিয়েছে। এতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান, সেনাবাহিনীর চেকপোস্ট ও স্থাপনা ধ্বংস হয়। পাকিস্তানের ভয়াবহ পালটা হামলায় টিকতে না পেরে ভারতের সেনাবাহিনী পিছু হটেছে।
একপর্যায়ে তারা পরাজয় স্বীকার করে কাশ্মির বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে। এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। খবর আলজাজিরার।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই দাবি করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মির বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে। যুদ্ধের সময় সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
আতাউল্লাহ তারার এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘তদন্ত থেকে পালিয়েছে আগে। এখন ময়দান থেকেও পালিয়েছে তারা।’
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD