মোঃ শাহজালাল (ফারুক)
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্য পর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান সেলস মাস্টার ইন বাংলাদেশ এর উদ্যোগে চলমান সেলস প্রমোশন প্রোগ্রাম “সেলসে রেখে অবদান, ওমরাহ পালনে মক্কা জান”-এর দ্বিতীয় ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এ প্রোগ্রামের দ্বিতীয় ওমরাহ বিজয়ী হলেন মোঃ তুহিন ইসলাম।
কোম্পানির নিজস্ব অর্থায়নে দ্রুততম সময়ের মধ্যেই তাকে পবিত্র মক্কা-মদিনায় পাঠানোর কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে তিনি আল্লাহর ঘর কাবা শরীফ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সৌভাগ্য অর্জন করবেন।
সেলস মাস্টার ইন বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ রানা বলেন, “আমাদের প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই সেলস টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কোম্পানির প্রতিটি পরিশ্রমী সেলস অফিসার তাঁদের দুনিয়াবি কাজের পাশাপাশি পরকালীন জীবনে মুক্তি লাভের আধ্যাত্মিকতার স্বাদ গ্রহণের সুযোগ পাক।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD