

শাহজালাল (ফারুক)
আজ ২১ নভেম্বর শুক্রবার দিনের প্রথম সকালেই রাজধানী সহ প্রায় সমগ্র বাংলাদেশে হয়ে গেলো উচ্চ মাঝারি ধরনের শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকার মানুষজন আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন।৫.৭ মাত্রার ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।এদিকে ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে ছোট-বড় দুর্ঘটনার খবর আসে।এরমধ্যে রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলায় একটি পুরাতন ভবনের আংশিক ধসে পড়া ও ৪২ নং কলতা বাজারের একটি বহুতল ভবন আর একটি বিল্ডিং এর সাথে হেলে পড়ার খবর পাওয়া গেছে।ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে তাদের ইউনিট রওনা হয়েছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD