

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) আজ ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালিত । দিবসটি উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে নেত্রকোনা উদীচী শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উল্লেখ্য যে বিগত
২০০৫ সালের ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা জেলা শহরের অজহর রোডস্থ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় জামাআতুল (জেএমবি) মুজাহিদীন বাংলাদেশ। উক্ত হামলায় কিশোরসহ উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম-সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক্স যাদব দাস সহ মোট আটজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হন।এ হামলায় ঘটনার
প্রেক্ষিতে তখনকার সময় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সংগঠনের সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাহ্উদ্দিন এবং ইউনূসসহ আটজনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করে।পরবর্তীতে উক্ত মামলা ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালত-২ স্থানান্তরিত করা হয়।আদালত বিভিন্ন সাক্ষী প্রমাণের ভিত্তিতে নেত্রকোনায় ভয়াবহ এ বোমা হামলা মামলার সাত আসামিকে ফাঁসি ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
এই আত্মঘাতী ভয়াবহ বোমা হামলায় নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করাসহ নতুন প্রজন্মের সামনে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক দুর্বার প্রতিরোধ আন্দোলন ও গণসচেতনা গড়ে তোলার লক্ষে নেত্রকোনার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে প্রতি বছরের ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজিডি দিবস পালন করে আসছেন।এরই ধারাবাহিকতায় আজকের
কর্মসূচির মধ্যে ছিল - সকাল ৯টা ৩০ মিনিটে উদীচী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ১০টা ৩০মিনিট থেকে তিন মিনিট নিরবতা পালন। বেলা ১২টায় কবর জিয়ারত ও শহীদ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাত, এবং পরবর্তী বিকাল ৫টা ৩০ মিনিট থেকে শহীদ মিনার প্রাঙ্গণে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী গণ সমাবেশ কর্মসূচি।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD