চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একাধিক স্থানে সচেতনতামূলক গণনাটকের আয়োজন করেছে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (সিসিডিএ)।
২৫ মে, রবিবার বিকেল ৫টায় ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই গননাটক অনুষ্ঠিত হয়। নাট্য পরিবেশনায় উঠে আসে কীভাবে দালালের খপ্পরে পড়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছেন এবং কীভাবে সঠিক পদ্ধতিতে ও নিয়ম মেনে বিদেশে গমন করাই একজন অভিবাসীর জন্য নিরাপদ ও টেকসই পথ। নাটকটি দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
সিসিডিএ দীর্ঘদিন ধরেই ফরিদগঞ্জসহ চাঁদপুরের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বিশেষ করে বিদেশগমনে ইচ্ছুক সাধারণ জনগণকে দালালমুক্ত বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে থাকে। এ ছাড়া স্থানীয় যুবসমাজ ও প্রবাস প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন, অভিবাসন সংক্রান্ত আইন-কানুন, প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিদেশে যাওয়ার পূর্ব প্রস্তুতির ওপরও তারা নানা ধরনের কর্মশালা ও প্রচার-প্রচারণা চালিয়ে থাকে।
এই গণনাটকের মাধ্যমে সিসিডিএ তাদের বার্তা আরও সহজ ও বোধগম্যভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শুধু শহীদ মিনারেই নয়, একই দিনে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে আরও তিনটি স্থানে এ ধরনের সচেতনতামূলক গণনাটক মঞ্চস্থ করা হয়। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ এ কার্যক্রমকে সফল করেছে।
সিসিডিএ-এর প্রতিনিধি তারেক রহমান তারু জানান, “আমাদের উদ্দেশ্য হচ্ছে, মানুষ যেন দালালের ফাঁদে না পড়ে এবং সচেতনভাবে বৈধ পথে বিদেশে যেতে পারে। এজন্য আমরা নাটকের মতো মাধ্যম বেছে নিয়েছি, যাতে কম শিক্ষিত বা গ্রামাঞ্চলের সাধারণ মানুষরাও সহজে বিষয়গুলো বুঝতে পারেন।