মোঃ এলাহী, মালয়েশিয়া :
মালয়েশিয়ায় দুটি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ২৩৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেছেন, তিন সপ্তাহ ধরে সংগৃহীত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টুল্যাং লাউটে মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিট থেকে রাত ২টা ১৫ পর্যন্ত অভিযান চালানো হয়।আটকদের মধ্যে থাইল্যান্ডের ১১১ জন নারী এবং তিনজন পুরুষ, ভিয়েতনামের ৪৩ জন নারী এবং ১৩ জন পুরুষ, বাংলাদেশের ২৩ জন পুরুষ এবং ভারতের ১৪ জন পুরুষ রয়েছেন।এছাড়াও পাকিস্তানের ১০ জন পুরুষ, নেপালের সাতজন পুরুষ, চীনের চারজন পুরুষ এবং একজন নারী, লাওসের চারজন নারী এবং ইন্দোনেশিয়ার তিনজন পুরুষকে আটক করা হয়েছে।আটক বিদেশিদের বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট না থাকায় ধারা ৬(১)(সি) এবং অতিরিক্ত সময় অবস্থানের জন্য একই আইনের ধারা ১৫(১)(সি) এর অধীনে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।পরবর্তী পদক্ষেপের জন্য তাদের মালয়েশিয়ার সেতিয়া ট্রপিকা ডমেস্টিক কমপ্লেক্সের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD