ঢাকা গুলশান থেকে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ববি গ্রেফতার
মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি (৫৬) গ্রেফতার।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি টিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে ববিকে গ্রেফতার করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংস ঘটনায় দায়েরকৃত ১২টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ওবাইদুল হাসান ববি। এসব মামলায় হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধীক অভিযোগ তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো, শহরের জলেশ্বরীতলা এলাকার পিতা মৃত ইসহাক আলীর ছেলে, ববি (৫৬)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।