ঢাকা আজ মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ১৫, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া বাশতলা এলাকায় ১৫ জুন রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস নং ঢাকা-মেট্টো-ব-১৫-৫১৯২ সাম্মী ডিলাক্স নামে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫৫) নামে বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সাজেন্ট নিহত হয়েছেন।

নিহত মজনু মিয়া এক কন্যা ও দুই ছেলে সন্তানের জনক এবং সদর উপজেলার হাওড়া গ্রামের জনৈক সফর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাওড়া গ্রামের বাসিন্দা মজনু মিয়া বাংলাদেশ সেনা বাহিনীর ২৪ ফিল্ড আর্টিলারিতে সার্জেন্ট হিসেবে রংপুর সেনানীবাসে কর্মরত থাকাবস্থায় সে বিগত ২১/১০/২০২২ সালে অবসর গ্রহণ করে গ্রামের বাড়িতে চলে আসেন। এদিকে রোববার সকালে সে ভাতশালা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল দিতে যায়। পরে মজনু মিয়া বিদ্যুৎ বিল দিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় হাওড়া বাশতলা এলাকায় পৌঁছামাত্র ঢাকা গামী ওই যাত্রীবাহী বাসটি পিছন থেকে তার মোটর সাইকেলটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এসময় উত্তেজিত ও বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও সেনা সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় ঢাকা-শেরপুর মহাসড়কে প্রায় ৫ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
অপরদিকে নিহত সেনা সার্জেন্ট মজনু মিয়ার পরিবারের সদস্যদের এবং এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - সারা বাংলা