মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল এর অভিযান চালিয়ে মুরাদপুর(পল্লী বিদ্যুৎ) গ্রামস্থ রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে আব্দুল ওয়াহেদ এর ভাতের হোটেলের পশ্চিম পার্শ্বে ০৫/১০/২৫ইং তারিখ রবিবার বিকেল ৪.৩০ মিনিটে পাকা রাস্তার উপর রংপুর হতে রাজশাহীগামী তাফসী ইভা ট্রাভেলস্ নামীয় যাত্রীবাহী বাসের সর্ব পিছনের বাম পার্শ্বের পাশাপাশি সীটে বসা। ১ মোঃ আব্দুর রহিম (৫০), পিতা- মৃত-আব্দুল মালেক, মাতা-মোছাঃ ছকিনা বেগম বেগম,সাং-হররাম কিশামত গোড়ল, ডাকঘর- চাপারহাট,থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট।
২। মোঃ আব্দুর রশিদ বাবু (১৯) পিতা- আব্দুর রহিম,মাতা-মোছাঃ রাহেনা বেগম,সাং- হররাম কিশামত গোড়ল, ডাকঘর- চাপারহাট,থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট। তাদের মাঝখানে একটি প্লাস্টিক বস্তার মধ্যে পুরাতন কাপড় দ্বারা মোড়ানো পলিথিন ব্যাগে ০৩( তিন)কেজি গাঁজা ও পুরাতন বাটন মোবাইল ০২ টা সীমসহ ২ জন কে গ্রেফতার করা হয় ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল এর পরিদর্শক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে।