কুষ্টিয়া প্রতিনিধি // মো. আসাদ ইসলাম
কুষ্টিয়া: কুষ্টিয়ার স্থানীয় প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সের প্রোপ্রাইটর মো. খন্দকার সোহেল রানা রবিবার (৭ অক্টোবর ২০২৫) রাত ৮টায় তাঁর অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
খন্দকার সোহেল রানা বলেন, তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে যে প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন। তিনি সত্য উদঘাটনের মাধ্যমে আইনি প্রতিকার চান।
তিনি আরও বলেন, নৌ পথে নৌকার মাঝিদের মারধর ও বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। তাঁর চ্যানেলের মাধ্যমে যারা টাকা আদায় করতে যায়, তাদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, খন্দকার ট্রেডার্স সবসময় আইনানুগ ও নৈতিকভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে খন্দকার সোহেল রানা গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, “সত্যকে তুলে ধরুন, গুজব নয়। আমরা আইন ও ন্যায়বিচারে আস্থা রাখি।