মোঃ এলাহী মালয়েশিয়া
মালয়েশিয়ার মেলাকা রাজ্যের আলোর গাজাহ এলাকার একটি বাসা থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে তারা দুই ভাই বলে জানিয়েছেন প্রতিবেশীরা।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে ওই এলাকার দুরিয়ান তুঙ্গাল টামান চেম্পাকা-২ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।স্থানীয় সংবাদমাধ্যম কসমো জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার পর ছোট ভাই আত্মহত্যা করেছেন।প্রতিবেশী মুহাম্মদ জুহাইলি মোহদ জিন বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আমরা তাদের ঘরে ঝগড়ার শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর তাদের এক রুমমেট ফিরে এসে দেখেন- একজন রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, অন্যজন শোবার ঘরে অচেতন।তিনি বলেন, ওই দুই বাংলাদেশি নিজেদের ভাই হিসেবে পরিচয় দিতেন। দুজনই কাছাকাছি একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।জানা গেছে, নিহতদের মধ্যে একজনের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক, যিনি দুই সপ্তাহ আগে সন্তানকে নিয়ে চলে গেছেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।মেলাকা পুলিশের প্রধান দাতুক দজুলখাইরি মুখতার ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।



















