ঢাকা আজ সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

চিনির জিলাপি বিক্রি করে সাবলম্বী আত্রাই মধুগুড়নই গ্রামের ইসরাফিল

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১২, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ


কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- সৎ পথে থেকেও ছোট খাটো ব্যবসা করে স্বাবলম্বী হওয়া সম্ভব। নওগাঁর আত্রাই উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা কেন্দ্যীয় জামে সমজিদ ওউপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশ্বে রাস্তার সামনে ছোট একটি দোকান নিয়ে ২০০৮ সাল থেকে চিনির ঝিলাপি বানাতে শুরু করেন আব্দুল ঘফুর খাঁ। বাবাকে সহতযোগিতা করার জন্য মাঝে মধ্যে দোকানে এসে বসতেন মোঃ ইসরাফিল আলম (১৭) হঠাৎ একদিন ইসরাফিলের বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েন দোকানে এসে জিলাপি বানানো সম্ভব হয় না তার বাবার। নওগাঁর আত্রাই উপজেলা ইসরাফিল আলমের বাড়ি,জন্ম আত্রাই উপজেলার মধুগুড়নই গ্রামে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভালো স্কুলে পড়াশুনা করে সরকারি চাকরি করবে। সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে তার। ইসরাফিল আলম বলেন,২০-২৫ বছর আগে মাত্র ৩০ হাজার টাকা লোন নিয়ে বাবা এই কাজ শুরু করেছিলেন। তখন আমি বাবাকে সহতযোগিতা করতাম। একটা সময় বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়ায় আর কাজ করতে পারতেন না। তাই আমাকে সংসারের হাল ধরতে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন সকালে আমি বাজারে গিয়ে তেল, ময়দা,চিনি কিনে দুপুর তিনটার পর থেকে জিলাপি বানানো শুরু করি আর রাত দশটার পযন্ত অবিরাম গতিতে চলতে থাকে। প্রতিদিন আমার চার-পাঁচ হাজার টাকা বেচাকেনা হয়। কমচারী ও অন্যান্য সব খরচ বাদ দিয়ে প্রতিদিন এক হাজার থেকে ১২ শত টাকা থাকে। বাড়িতে আমার মা, ছোট ভাই-বোনও আমারস্ত্রী ২সন্তান ১ মেয়ে নিয়ে থাকি। মায়ের চিকিৎসার খরচ তো আছেই। আমার সংসারের সব খরচ এই ব্যবসার আয় দিয়ে চালাতে হয়। ছোট ভাইকে চার লাখ টকিা ও আমার বড় সন্তানকে পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছি। আমার বেশি ভাগ কাষ্টমার সরকারী অফিসের অফিসার ও কর্মচারীরা, স্কুল- কলেজ ওস্থানীয় ব্যবসায়ী সবাই আমার দোকানের জিলাপি খায়। কাষ্টমার ধরে রাখতে জিলাপির মান ভালো করার চেষ্টা করি। একা এতো কাজ করতে পারি না তাই দুই/তিনজন কর্মচারী থাকে সব সময়। প্রতি সপ্তাহে প্রায় দেড়-থেকে দুই মন জিলাপির অর্ডার থাকে। আমার থেকে কাজ শিথে আমার কমচারীরা আশেপাশে জিলাপির দোকান দিয়েছে, তারা সবাই তাদের পরিবার-পরিজন নিয়ে ভালো আছেন। আমার তিন ধরনের জিলাপি তৈরি করি রেশমি জিলাপি ৩০০ শত টাকা, সোম্বাই জিলাপি ২০০শত টাকা ও সাধারন জিলাপি ১৮০ টাকা করে কেজি বিক্রি করি। পরিশেষে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা যারা অল্প শিক্ষায় শিক্ষিত তারা বড় চাকরি বড় ব্যবসা না খুঁজে আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করা খুবই সহজ।তার দোকানের একজন নিয়োমিত কাস্টমার চাইল ব্যবসায়ী মোঃ মফিজ উদ্দিনের কাছে জানতে চেয়েছি তার চিনির জিলাপির মান কেমন। তিনি সাংবাদিককে বলেন,আমি সাহেবগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী আমি তার পাশে অনেকদিন থেকে ব্যবসা করি। তার চিনির জিলাপি খেতে আসি এবং পরিবারের জন্য বাসায় নিয়ে যাই।কথনো কোন ধরনের খারাপ জিলাপি পাইনি। তার দোকানে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

আত্রাইয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলুর ঈদ শুভেচ্ছা বিনিময় ও জন সংযোগ

ঢাকা থেকে নরসিংদীতে নিয়ে রাইড শেয়ারের যাত্রীকে ধর্ষণ, মোটরসাইকেলচালকের স্বীকারোক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা আসনের প্রার্থীর পক্ষে গণসংযোগ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী পাচারের সময় পুলিশের ওপর হামলা

৪০০পিস ট্যাপেন্টাডলসহ একজনকে গ্রেফতার

পাঁচ তারকা হোটেল মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে বিশ্ব পর্যটন দিবসের পালন

বুড়িগঙ্গায় চলছে না ওয়াটার বাস, প্রকল্প থেকে শাজাহান খান হাতিয়ে নিয়েছেন ৩০০ কোটি টাকা

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

অন্ধকার ঘরে ৬ দিন: বিএনপি ও যুবদল নেতাদের গুম করে পুলিশি নাটক”