(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি )
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখীয়ে ধর্ষণের অভিযোগে মো: সাজিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তাার করেছে পুলিশ।
সাজিব পৌর এলাকার পালেহা গ্রামের মো: বারেকের ছেলে।
গত ২৮ সেপ্টেম্বর রোববার এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফারহান।
পরিবার ও মামলা সূত্রে জানাযায়, ভুক্তভোগী মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির শিক্ষার্থী। তাকে প্রেমের ফাঁদে ফেলে
বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল একই গ্রামের যুবক সাজিব। বৃহস্পতিবার মধ্যরাতে ভুক্তভোগীর পিতা তার ঘরে মেয়ের সাথে সাজিবকে আপত্তিকর অবস্থায় আটক করে।
পরে এলাকাবাসীর সালিশে দোষী সাব্যস্ত হয়ে সাজিব প্রথমে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকে এবং পরে বিয়ে করতে অস্বীকার করে। পরবর্তীতে গ্রামের লোকজনের পরামর্শে এ বিষয়ে সাজিবকে আসামি করে মোহনগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর পিতা।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফারহান জানান, মামলার একমাত্র আসামি সাজিবকে গতকাল গ্রেফতার করে নেত্রকোনা কোর্টে পাঠানো হয়েছে।