মোঃ শাহজালাল ফারুক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘড় বাস স্ট্যান্ড ফ্লাইওভারের উপরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার দুপুর দেড়টার দিকে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি ট্রাক ভুইঘর আন্ডারপাস ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডান পাশের ডিভাইডারের সাথে ধাক্কা দিয়ে বামপাশের রেলিংয়ের সাথে নিচের দিকে ঝুলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় একজন পথচারী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েদেন।
প্রত্যক্ষদর্শীরা জানান আমরা অনেক দূর থেকে ট্রাক টি কে ডানে-বামে রোলিং করতে করতে আসতে দেখছিলাম তাতে স্পষ্টই বুঝা যাচ্ছে ট্রাকের ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় ট্রাকটি কে অস্বাভাবিক দ্রুতগতিতে চালাচ্ছিল।হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচের দিকে ঝুলে যায় এতে অল্প কিছুক্ষণের মধ্যেই দেলপাড়া,জালকুড়ি,ফতুল্লা নতুন স্টেডিয়াম ও শিবু মার্কেট হয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ পর্যন্ত বিশাল আকার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ৬২ ব্যাটালিয়ন বিজিবি ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এখনো পর্যন্ত আমরা কোনো মৃত্যুর বিষয় নিশ্চিত হইনি।
তবে একজনকে গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ঝুলন্ত ট্রাকটি ফ্লাইওভারের রেলিং থেকে সরানোর কাজ চলছে।ট্রাকটির হেল্পার ও ড্রাইভার পালাতক রয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।