ঢাকা আজ মঙ্গলবার , ১৩ মে ২০২৫ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সিরাজগঞ্জে পাটচাষে গতি আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৩, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন ও ১নং রতনকান্দি ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ মে) সকালে পৃথক দুটি পরিষদ চত্বর এলাকায় পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়নের প্রশাসক ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ ও কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।

জানা যায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী পৃথক দুটি পরিষদে দুই শতাধিক পাটচাষীর প্রত্যেক পাট চাষীদের মাঝে উন্নত জাতের ১কেজি পাট বীজ, ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি প্রত্যেকে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।

সুবিধাভোগী আফজাল, রহিম, কাওছার, মুসলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, “এই ধরনের সহায়তা আমাদের জন্য অত্যন্ত উপকারি। এতে চাষে আগ্রহ বাড়ে এবং উৎপাদন খরচ হ্রাস পায়।” এ ধরনের উদ্যোগ এখন সময়োপযোগী ও কৃষকবান্ধব নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের পরিকল্পনার সফল বাস্তবায়নে পাট উন্নয়ন দপ্তর এমন নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের।

এ সময় কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সুমী ঘোষ, রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) জুবায়ের হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর হাবিবুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা হামিদুল, হুমায়ুর কবির, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত