মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার , সিরাজগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সামাজিক ও মানবিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে। দেশের দুর্যোগ মহামারী এবং ক্লান্তি লগ্নে নিজেদের সর্বস্ব দিয়ে কাজ করে যান। সমস্যার অন্তর্জালে সমাধানের প্রদীপ হয়ে ছুটে চলেন সেখানে।
ঠিক এমনই একটি ঘটনার কথা। সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ডুমুর ইছা গ্রামের অসহায় মো শাহ জামাল দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। অর্থের অভাবে বিনাচিকিৎসায় ধুঁকে ধুঁকে জীবন অতিবাহিত করছেন। ছেলে মেয়েও নিম্নবিত্ত হওয়ায় তাকে দেখে না কেউ। অসংখ্য বিত্তশালী থাকলেও তাকে দেখার নেই কেউ। জীবন যেন এক অভিশপ্ত হয়ে উঠেছে তার কাছে। বাঁচা আর মরার সন্ধিক্ষণে হাবুডুবু খাচ্ছে। কোন ক্রমেই যেন তার দিন কাটছে না।
এমন একটি খবর পেয়ে ১০ সেপ্টেম্বর (বুধবার) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ ০২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো জাহিদুল ইসলাম জাহিদ কিছু নগদ অর্থ এবং বাজার নিয়ে ছুটে আসেন তার কাছে। তার শারীরিক খোঁজ খবর নেন। সার্বিক অবস্থার কথা শোনেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা আমির এ্যাডভোকেট মো নাজিম উদ্দীন। ০৩ নং বহুলী ইউনিয়ন আমির মো আব্দুল মালেক মাস্টার। ইউনিয়ন সেক্রেটারি মো রেজাউল করিম খান। এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন