(পলাশ পাল, নেএকোণা প্রতিনিধি)
নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে শিবিরের নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে চলা অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদল।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরিফ। সিনিয়র সহ-সভাপতি রাতিম খান, সাধারণ সম্পাদক কায়সার চৌধুরী ও২নং যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মিয়া সহ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।