কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে হাজী ও সম্ভাব্য হজ যাত্রীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মাসুম এয়ার ট্রাভেলস ঢাকার আয়োজনে শনিবার (১৩ সেপ্টম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আত্রাই মদীনাতুল উলম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খাঁনের সভাপতিত্বে নাটোর হজ গ্রুফের স্থানীয় প্রতিনিধি মাওলানা মাসউদুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন মাসুম এয়ার ট্রাভেলস,ঢাকা স্বত্বাধিকারী আলহাজ্ হযরত মাওলানা মাসুম। নওগাঁর আত্রাইয়ে হাজি ওসম্ভাব্য হজযাত্রীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হজকে ইসলামের একটি পবিত্র ও মহান ইবাদত হিসেবে আক্যাযিত করেন এবং সম্ভাব্য হজযাত্রীদেরকে হজের সকল বিধিবিধান সঠিক ভাবে পালন করার আহবান জানান।তিনি তার সংস্থার পক্ষ থেকে যে কোন সমস্যা বা জিঞ্জাসায় সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক এ এফ এম মনসুর রহমান,মাওলানা, আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম,আলহাজ মাওলানা মোঃআব্দুল হালিম প্রমূখ। সভায় পবিত্র হজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানশেষে বিশেষ মোনাজাত ও দোয়া পাঠ করা হয়।