মোঃ ইয়াছিন পলোয়ানঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ভ্রাম্যমাণ চেকপোস্ট। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে প্রায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে চলাচল ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাফিক আইন অমান্য রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং চালকদের মধ্যে শৃঙ্খলা বাড়বে।