মোঃ এলাহী মালয়েশিয়া
মালয়েশিয়াস্থ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস নব গঠিত কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যাায় একটি এরাবিয়ান রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি বাদশা ফাহাদ হিমেল এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মীর হোসেন।প্রধান অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও জিসাস ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধান বক্তা ছিলেন জিসাস মালয়েশিয়ার সাধারণ সম্পাদক আল মামুন।বিশেষ অতিথি ছিলেন- মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা।স্বেচ্ছাসেবক দলের মো আবু কাউছার ভূঁইয়া। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. শাহজালাল, বুকিত বিনতাং থেকে আনোয়ার হোসেন সেলিম,পডু থেকে মো সোহেল রানা, মো মনির মিয়া, জাসাস আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম।জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস মালয়েশিয়া নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো মাহফুজ খন্দকার,আবদুল্লাহ আল ফাহাদ, মো হাসান, মো আলিফ সরকার, মো শামীম, আবদুল্লাহ,মো রাসেল, মো শুভ, মো সামসুল ইসলাম মিশু, মো রিফাত, মো মাসুম, মো শরিফুল রিদয়, ফায়সাল আহাম্মদসহ আরও অনেকে।