মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, স্থিরচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল ও বিশাল বর্ণাঢ্য র্যালি।
সকালের কর্মসূচির শুরুতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
বেলা সাড়ে ১১টায় শহীদ খোকন পার্কে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর নির্মিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালঅম আজাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক পলাশসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



















