মো, এলাহী মালয়েশিয়া
মালয়েশিয়ার জোহর রাজ্যের কুলাই জেলায় অভিযান চালিয়ে প্রায় ৬২ হাজার ৯৮ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৯০ হাজার টাকা) মূল্যের মাদকদ্রব্যসহ চার সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।আটকদের মধ্যে একজন স্থানীয় ও তার প্রেমিকা (ইন্দোনেশিয়ার নাগরিক) এবং দু’জন বাংলাদেশি।কুলাই জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার তান সেং লি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।পুলিশের দেয়া তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুলাই জেলার তামান সুঙ্গাই মাস এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশিতে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে: কেটামিন প্রায় ২৫৪ গ্রাম ওজনের তিনটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট, এক্সট্যাসি পিল প্রায় ৪৫ গ্রাম ওজনের ১৬টি টিনের ফয়েল, এক্সট্যাসি পাউডার প্রায় ১০১৫ গ্রাম ওজনের একটি প্লাস্টিকের প্যাকেট এবং ৭ দশমিক ৬ গ্রাম ওজনের কাগজের ভাঁজে থাকা গাঁজা।মাদকদ্রব্য ছাড়াও, অপরাধমূলক কার্যকলাপের কাজে ব্যবহৃত সন্দেহে দু’টি বিলাসবহুল গাড়িও জব্দ করা হয়েছে।আটক চারজনের বয়স ২৭ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪০ বছর বয়সি স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে আগের দু’টি ফৌজদারি অপরাধের রেকর্ড রয়েছে।আটক দুই বাংলাদেশি পুরুষের মূত্র পরীক্ষায় টিএইচসি (গাঁজার উপাদান) নামক মাদকের উপস্থিতি পাওয়া গেছে। তবে স্থানীয় পুরুষ ও ইন্দোনেশিয়ার নারীর পরীক্ষায় মাদকের উপস্থিতি মেলেনি জিজ্ঞাসাবাদের জন্য কুলাই ম্যাজিস্ট্রেট আদালত সন্দেহভাজনদের গত শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঘটনাটি স্থানীয় বিপজ্জনক মাদকদ্রব্য আইন ১৯৫২-এর ধারা ৩৯(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে। মালয়েশিয়ার আইনে এই ধারায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড এবং কমপক্ষে ১২ বার বেত্রাঘাতের মতো কঠোর শাস্তি হতে পারে।



















