মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর থানাধীন রহমান নগর এলাকায় বসতবাড়ী হতে ১৩/০৯/২০২৫ তারিখের দুপুর ১২টার সময় ৪০০ (চারশত) পিস Tapal নামীয় টাপেন্টাডল ট্যাবলেট জাকিউল আলম ওরফে রুমি (৫০), পিতা- মৃত এ.কে.এম আসাদুজ্জামান,রহমান গ্রাম রহমান নগর থেকে গ্রেফতার করা হয়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া এর টীম ক কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ,
উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।