কুড়িগ্রাম:
আজ কুড়িগ্রাম জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অন্নপূর্ণা দেবনাথ। তিনি পূর্বে ভূমি সংস্কার বোর্ডে উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে ১৪ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের বদলি/পদায়ন হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে অন্নপূর্ণা দেবনাথকে কুড়িগ্রাম ডিসি হিসেবে বদলি করে নিয়োগ দেওয়া হয়।
আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি তার নতুন পদের কার্যক্রম শুরু করেছেন। দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে তিনি কুড়িগ্রাম জেলার প্রশাসনিক নেতৃত্বে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও পাবলিক সার্ভিস প্রসঙ্গে তত্ত্বাবধান করবেন।



















